ব্রাজিলের ক্লাবে ডাক পাওয়া নাজমুলের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

অবশেষে স্বস্তির নিশ্বাস ব্রাজিলের ক্লাবে ডাক পাওয়া মোহামেডানের ডিফেন্ডার নাজমুল আকন্দের। বিমান ভাড়ার জন্য সাও পাওলোর ক্লাবে ট্রায়াল দিতে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল তার। শেষ পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সহযোগিতা নিয়ে ব্রাজিলের ক্লাবে যাচ্ছেন রংপুরের পীরগঞ্জের এ যুবক।
ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল আকন্দের ব্রাজিল যাওয়ার-আসার বিমান টিকিট বাবদ ৩ লাখ টাকা দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নাজমুলের হাতে চেক তুলে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
২০১৯ সালে যে পাঁচ কিশোর ফুটবলার ব্রাজিলে গিয়ে দেশটির বিখ্যাত গামা ক্লাবে এক মাস প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন, তার একজন নাজমুল আকন্দ। আকন্দ দ্বিতীয়বারমতো যাচ্ছেন পেলে-নেইমারদের দেশে।
ক্রীড়া প্রতিমন্ত্রী পাশে না দাঁড়লে নিজেদের জমিজমা বন্ধক রেখে হলেও ব্রাজিল যাওয়ার প্রতিজ্ঞা করেছিলেন নাজমুল। এখন আর জমি বন্ধক রেখে ব্রাজিল যেতে হচ্ছে না তাকে। দেশের ক্রীড়া অভিভাবক জাহিদ আহসান রাসেল এমপিই তাকে ব্রাজিল পাঠানোর ব্যবস্থা করলেন। ২ ফেব্রুয়ারি তিনি সাও পাওলোর পথে উড়াল দেবেন।
আরআই/এমএমআর/জেআইএম