সৌদিতে আবারও ধাক্কা রোনালদোর, এবার বিদায় নিলো তার দল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩

সৌদি আরবে এসেও দুর্ভাগ্য তাড়া করে ফিরছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে! আল নাসরের হয়ে প্রথম খেলতে নেমে গোল বঞ্চিত ছিলেন তিনি। তবুও কোনোমতে জয় পেয়েছিলো তার দল। কিন্তু ক্লাবের জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে আরও বাজে অভিজ্ঞতার মুখোমুখি হলেন তিনি। গোল তো পান’ই নি, তারওপর তার দলও হেরেছে এবং বিদায় নিয়েছে সৌদি সুপার কাপ থেকে।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে আল ইত্তিহাদের কাছে ১-৩ ব্যবধানে হেরেছে রোনালদোর দল। শুধু তাই নয়, ম্যাচের পর কোচের কাছ থেকে খোঁচাও খেতে হয়েছে তাকে। সরাসরি রোনালদোকেই হারের জন্য দায়ী করেছেন কোচ রুডি গার্সিয়া। সব মিলিয়ে, সৌদিতে জীবন কঠিন হয়ে উঠতে শুরু করেছে রোনালদোর কাছে।

৫ বারের ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো গোলের বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন; কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারেননি। বরং, আল ইত্তিহাদের ডিফেন্সে এসে ধাক্কা খেতে হয়েছে তাকে।

আল ইত্তিহাদকে প্রথমে এগিয়ে দিয়েছিলেন রোমারিনহো। প্রথমার্ধেই রোনালদোর কাছে সমতা ফেরানোর একটা দারুণ সুযোগ এসেছিল। কিন্তু সে সুযোগ নষ্ট করেন তিনি। এরপর বাকি ম্যাচেও তাকে ছন্দে দেখা যায়নি।

দ্বিতীয়ার্ধে আরও দু’টি গোল দেয় আল ইত্তিহাদ। পরের দিকে অ্যান্ডারসন টালিসকা ব্যবধান কমান; কিন্তু আল নাসেরকে জেতানোর মতো কেউ ছিলেন না। ফাইনালে আল ফেইহার বিরুদ্ধে খেলবে আল ইত্তিহাদ। আল ফেইহা এবার মোটেও ছন্দে নেই। ফলে ফাইনালে উঠলে ট্রফি জেতার সুযোগ থাকত রোনালদোর দলের সামনে। সে সুযোগ হাতছাড়া হয়ে গেলো।

রোনালদো দলে যোগ দেওয়ার পরই কোচ গার্সিয়া বলেছিলেন, ‘দলে মানিয়ে নিতে সময় লাগবে রোনালদোর।’ সে কথাই ধীরে ধীরে সত্যি হতে চলেছে। সুপার কাপ থেকে বিদায়ের পর গার্সিয়া বলেছেন, ‘প্রথমার্ধে একটা সহজ সুযোগ মিস করেছিল রোনালদো। সেটা গোল হলে ম্যাচের পরিস্থিতি অন্য রকম হতে পারত।’ অর্থাৎ ঘুরেফিরে সেই রোনালদোকেই দায়ী করেছেন গার্সিয়া।

সৌদি আরবে রোনালদো যাওয়ার পর মনে করা হয়েছিল সহজেই মন জয় করে নেবেন; কিন্তু এখন সৌদির ঘরোয়া ফুটবল যথেষ্ট প্রতিযোগিতামূলক। রোনালদোর বিপক্ষ কোচ ছিলেন নুনো এসপিরিতো সান্তো। সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম, উলভারহ্যাম্পটনের মতো ক্লাবকে কোচিং করিয়েছেন তিনি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।