গোপালগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে মোহামেডানের গাড়ি

ফেডারেশন কাপের ম্যাচ খেলতে গোপালগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের গাড়ি। সোমবার ভাঙ্গা-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দলের সঙ্গে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব জাগো নিউজকে বলেন, ‘দুপুর ২টা ৪০ মিনিটের সময় চলন্ত গাড়ির সামনের একটি টায়ার প্রচণ্ড শব্দ করে ফেটে যায়। বাসের সবাই আতঙ্কতি হয়ে পড়ি। তবে বাসের আর কোনো ক্ষতি হয়নি, খেলোয়াড় কিংবা অন্য কারও কোনো ক্ষতিও হয়নি। বাসের চাকা ঠিক করে এক ঘণ্টা পর আমরা আবার রওয়ানা দেই।’
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মঙ্গলবার ফেডারেশন কাপের গ্রুপ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান।
এমএমআর/এমএস