হাসপাতালে বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৩-১ গোলে। তবে জয়ের পর সতীর্থদের সঙ্গে জয় উদযাপন করতে পারেননি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র।

বিরতির বাঁশি বাজার কিছু সময় আগে মাথায় ব্যথা পেয়েছিলেন শামসুন্নাহার। বিরতি পর্যন্ত খেলা চালিয়ে গেলেও পরে আর নামতে পারেননি।

বিরতির পর মাঠের বাইরে এসেই শুয়ে পড়েন নারী ফুটবলার শামসুন্নাহার। পরে টিম ডাক্তার তাকে প্রাথমিকভাবে চিকিৎসা করলেও কিছু সময়ের জন্য স্মৃতিও হারিয়ে ফেলেছিলেন বলে ম্যাচের পর জানিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন।

পরে শামসুন্নাহারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার অবস্থা পরীক্ষা করার জন্য।

বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে জানান, ‘শামসুন্নাহারের অবস্থা কি তা পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছি। ডাক্তারের পরামর্শমতেই তার চিকিৎসা করানো হবে।’

আরআই/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।