বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে সিঙ্গাপুরের 'না'
ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ১৬ ফেব্রুয়ারি সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল ১৮ ফেব্রুয়ারি। দুই দেশের রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে পরের দিন হওয়ার কথা ছিল আরেকটি আন-অফিসিয়াল ম্যাচ। তবে ম্যাচ খেলতে সম্মতি দেওয়ার দুই দিনের মাথায় সিঙ্গাপুর জানিয়ে দিয়েছে তারা ম্যাচটি খেলবে না।
এ বিষয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, নিজেদের একটি সমস্যার কথা উল্লেখ করে ম্যাচ খেলতে অপারগতা প্রকাশ করেছে সিঙ্গাপুর। এ জন্য তারা দুঃখ প্রকাশও করেছেন বলে জানিয়েছেন কিরণ।
বাংলাদেশ অবশ্য সিঙ্গাপুরকে বিকল্প একটি প্রস্তাব দিয়ে রেখেছে। পরের মাসের ১৬ তারিখ ম্যচটি খেলা সম্ভব কিনা সিঙ্গাপুরের কাছে জানতে চেয়েছে। এ বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত জানায়নি সিঙ্গাপুর।
আরআই/আইএইচএস/