বাংলাদেশ অধিনায়ককে নিয়ে উল্লাস ভুটানের মেয়েদের

ম্যাচের পর ভুটানের মেয়েদের শারীরিক ভাষা বলছিল না যে, তারা একটু আগেই বাংলাদেশের কাছে ৫ গোলে হেরেছে। তাদের মুখে হাসি। হাতের 'ভি' চিহ্নও ছিল কারো কারো। আসলে ভারতের কাছে ১২ গোল খাওয়া ভুটানের মেয়েদের বাংলাদেশের কাছে কম গোল খাওয়ার যে লক্ষ্য ছিল তাতে সফল তারা। হয়তো সেটাকেই বড় অর্জন ভেবে হরের পরও আনন্দ করেছেন ভুটানের মেয়েরা।
এক পর্যায় ভুটানের মেয়েরা ছুটে আসেন বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহারের কাছে। তারা তাকে কাছে পেয়ে যেন গর্বিত। ছুবি তুলেছেন মনের আনন্দে। প্রথমে ভুটানের দুই-তিন জন মেয়েকে বাংলাদেশ অধিনায়কের সঙ্গে ছবি তুলতে দেখে ছুটে আসেন বাকিরাও। ব্যক্তিগতভাবে ছবি তোলার পর শামসুন্নাহারের সঙ্গে গ্রুপ ছবি তোলেন পাহাড়ী দেশের মেয়েরা।
শামসুন্নাহারও পরে তার সব সতীর্থকে ডেকে নিয়ে যান এবং ভুটানের সঙ্গে একটি গ্রুপ ছবি তোলেন। বাংলাদেশ দলের সঙ্গে ছবি তোলার সময় ভুটানের মেয়েদের মধ্যেই দেখা গেছে বেশি উচ্ছ্বাস। ওই সময় তারা হাতে বিজয় চিহ্নও দেখান।
ভুটান তিন ম্যাচের সব কটি হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ফাইনাল খেলবে নেপালের বিপক্ষে।
আরআই/আইএইচএস/