রোনালদোর আসায় আরও কঠিন পরিস্থিতিতে পড়েছি: আল নাসর ফুটবলার

ক্রিশ্চিয়ানো রোনালদো আসার পর সৌদি ক্লাব আল নাসরে অন্য ফুটবলারদের কাজ আরও কঠিন হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দলটির এক ফুটবলার।
আল নাসরে রোনালদোর সতীর্থ ব্রাজিলীয় গুস্তাভো সংবাদমাধ্যম আরটি অ্যারাবিকের কাছে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন। গুস্তাভো বলেছেন, ‘রোনালদোর জন্য প্রতিপক্ষ দলগুলো আরও উজ্জীবিত হয়ে খেলছে। আমাদের বিরুদ্ধে খেলতে নামার আগে দারুণ প্রস্তুতি নিচ্ছে। খেলতে নেমে নিজেদের দু’ইশ শতাংশ উজাড় করে দিচ্ছে। এর ফলে আমাদের কাজ আরও কঠিন হচ্ছে।’
সৌদি আরবের ক্লাব আল নাসরে সই করার পর থেকেই রোনালদোকে নিয়ে আলোচনা। আল নাসরে এখনও নিজেকে খাপ খাওয়াতে পারেননি সিআর সেভেন। তিন ম্যাচ পর গিয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন তিনি। আল ফাতেহ-এর বিরুদ্ধে সৌদি প্রো লিগে গোল করে তিনি।
Luiz Gustavo: “Since Cristiano Ronaldo's arrival, our opponents have been giving their 200%. Cristiano Ronaldo was born playing under pressure and his presence helps a lot.” pic.twitter.com/RM816rRcGS
— TCR. (@TeamCRonaldo) February 3, 2023
তবুও সমালোচনা বন্ধ হচ্ছে না। আল নাসর ক্লাবের এক কর্তা বিরক্তি প্রকাশ করে বলেছেন, ‘দুশো মিলিয়ন খরচ করে ওকে কি কেবল সিউউ বলার জন্য আনা হয়েছে?’
আল ফাতেহ-এর বিরুদ্ধে রোনালদো শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে আল নাসরের মুখরক্ষা করেছেন। ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর ক্লাব।
নতুন ক্লাবের হয়ে গোল পাওয়ার পরে রোনালদো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সৌদি লিগে প্রথম গোল পেয়ে আমি খুশি। গোটা দলের প্রচেষ্টায় খুব কঠিন একটা ম্যাচ থেকে ড্র আদায় করে নিতে পারছি।’ আল নাসেরের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার। প্রতিপক্ষ আল ওয়েদা।
আইএইচএস/