স্বপ্নময় রাতে রোনালদোর ৪ গোল, রেকর্ড ৫০০

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩

আকাশছোঁয়া পারিশ্রমিকে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিলেও সমর্থকদের মন ভরাতে পারছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো।

প্রতিযোগিতামূলক প্রথম তিন ম্যাচে ক্লাবের হয়ে মাত্র এক গোল, সেটাও পেনাল্টি থেকে। রোনালদোকে এত দাম দিয়ে কেনা টাকা জলে গেছে, এমন সমালোচনাও হচ্ছিল।

অবশেষে নানামুখী চাপ জয় করে স্বরূপে ফিরলেন পর্তুগিজ যুবরাজ। সৌদি প্রো লিগে বৃহস্পতিবার রাতে একাই করলেন ৪ গোল। তার ওই চার গোলেই আল ওয়েহদাকে ৪-০ ব্যবধানে হারালো আল নাসের।

ম্যাচের ২১ আর ৪০ মিনিটে দুটি গোল করেন রোনালদো। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে পেনাল্টি থেকে করেন হ্যাটট্রিক। এর আট মিনিটের মাথায় (৬১ মিনিটে) চার গোল পূর্ণ করেন সিআরসেভেন।

এদিন আরেকটি বড় রেকর্ড গড়েছেন রোনালদো। লিগ ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। ৩৮ বছর বয়সী এই ফুটবল মহাতারকার পাঁচটি আলাদা লিগের পাঁচ ক্লাবে এখন গোল ৫০৩টি।

গত ডিসেম্বরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বিতীয় মেয়াদের চুক্তি ছেড়ে সৌদি ক্লাব আল নাসরের চ্যালেঞ্জ নেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী তারকা।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।