৩৮ গজ দূর থেকে ফ্রি-কিকে দুর্দান্ত গোল রোনালদোর (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৯ মার্চ ২০২৩

সৌদি আরবে এসে ফুটবল খেলা শুরুর পর নিজের ক্লাব আল নাসরের ঘরের মাঠে গোলই পাচ্ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একের পর এক ম্যাচ গোলহীন থাকার পর অবশেষে নিজেদের মাঠে গোল করতে সক্ষম হলেন সিআর সেভেন। তাও যেন-তেনভাবে নয়, রীতিমত দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে।

প্রায় ৩৮ গজ দূর থেকে নেয়া এক ফ্রি-কিকে সোজা প্রতিপক্ষ আবহার বিপক্ষে এই গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু নিজেদের মাঠেই নয়, গত তিন ম্যাচেই আল নাসরের হয়ে গোল পাচ্ছিলেন না তিনি। অবশেষে সৌদি প্রো লিগে শনিবার রাতে সেই গোলখরা কাটালেন তিনি।

শুধু রোনালদোর ফ্রি-কিকই নয়, জয়ও পেয়েছে তার ক্লাব আল নাসর। আবহার বিপক্ষে ম্যাচ শেষে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।

Ronaldo

ঘরের মাঠে আবহার বিপক্ষে ম্যাচের ২৬ মিনিটেই পিছিয়ে পড়ে আল নাসর। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আবহা। ম্যাচে ফিরতে ৭৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় নাসরকে। এ সময় দুর্দান্ত ফ্রি-কিকে গোলে নাসরকে সমতায় ফেরান রোনালদো। ক্যারিয়ারে এটা তার ৫৯তম ফ্রি-কিক থেকে করা গোল। রোনালদোর গোলের দুই মিনিট পর ১০ জনের দলে পরিণত হয় আবহা।

ম্যাচের ৮৬তম মিনিটে পেনাল্টি পায় আল নাসর। স্পট কিক থেকে গোল করে নাসরের ২-১ গোলের জয় নিশ্চিত করেন ব্রাজিলীয় তারকা অ্যান্ডারসন তালিসকা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।