ফেডারেশন কাপের দ্বিতীয় ম্যাচেও হারলো বসুন্ধরা কিংস

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪

নতুন ফুটবল মৌসুমে ব্যর্থতার গ্যাঁড়াকলে আটকা পড়েছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেই হেরেছিল মোহামেডানের কাছে। বর্তমান চ্যাম্পিয়ন দলটি হারলো ফেডারেশন কাপের দ্বিতীয় ম্যাচেও।

মঙ্গলবার ঘরের মাঠ কিংস অ্যারেনায় তপু-জিকুরা দেখলো ফর্টিস এফসি ফুটবলারদের আনন্দ। গত মৌসুমে ট্রেবল জেতা দলটির জালে দুই গোল দিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে উঠলো ফর্টিস। তিনে নেমে গেলো কিংস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে নতুন মৌসুমে ৫ ম্যাচ খেলেছে কিংস। দুটিতেই হেরে গেছে তারা। পুলিশ এফসির বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে ফেডারেশন কাপ শুরু করা ফর্টিস পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। গোলশূন্য প্রথমার্ধ শেষে দুই গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

উজবেকিস্তানের ডিফেন্ডার জাসুর জুমায়েভ গোল করে দলকে লিড এনে দেন ৭১ মিনিটে। ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আবদুল্লাহ।

কিংস প্রথম ম্যাচে অতিকস্টে ১-০ গোলে হারিয়েছিল ব্রাদার্সের বিপক্ষে। বাকি দুই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে চ্যাম্পিয়নদের ফেডারেশন কাপের ভাগ্য।

দুই ম্যাচ শেষে ফর্টিসের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান ম্যাচে কিংসের পয়েন্ট ৩। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ব্রাদার্স ইউনিয়ন।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।