মেসির মিয়ামির সঙ্গে কত বছরের চুক্তি করলেন ডি পল?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৭ জুলাই ২০২৫

অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লেখাবেন রদ্রিগো ডি পল (Rodrigo De Paul)- বেশ কিছুদিন ধরেই এই গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। মিয়ামিতে নাম লিখলেন মেসির আর্জেন্টাইন সতীর্থ। আর্জেন্টিনা দলে যাকে মেসির (lionel messi) ‘দেহরক্ষী’ বলে অভিহিত করা হয়। ইন্টার মিয়ামি (Inter Miami CF) তার নাম দিয়েছে, ‘দ্য ইঞ্জিন’।

স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে খেলতেন। সেখান থেকে স্থায়ীভাবে কিন্তু ইন্টার মিয়ামিতে যোগ দেননি ডি পল। গেছেন ধারে। তবে, এমএলএসের (মেজর লিগ সকার) ক্লাবটিতে ধারে গেলেও, চার বছরের চুক্তি করেছেন তিনি।

২০২৯ সালের মাঝামাঝি পর্যন্ত (২০২৮ সালের এমএলএসের লিগ শেষ না হওয়া পর্যন্ত) ইন্টার মিয়ামিতে থাকবেন ডি পল। তবে, ইন্টার মিয়ামি চাইলে তাকে স্থায়ীভাবে কিনে নিতেও পারে। সে ক্ষেত্রে অ্যাটলেটিকো মাদ্রিদকে নির্ধারিত ট্রান্সফার ফি কিংবা ‘বাই আউট ক্লজ’ পরিশোধ করতে হবে।

রদ্রিগো ডি পলের সঙ্গে চুক্তি সাক্ষর করে ইন্টার মিয়ামি তাদের এক্স-হ্যান্ডলে একটি বার্তা পোস্ট করে লিখেছে, ‘ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে।’

তবে, মিয়ামিতে ডি পল কত পারিশ্রমিক পাবেন, সেটা নিয়ে জ্বল্পনা-কল্পনা চলছে। বিশ্বকাপজয়ী এই ফুটবলার নিজে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, তিনি যা আশা করেছেন, সে অনুযায়ী’ই পারিশ্রমিক পাবেন মিয়ামির কাছ থেকে; কিন্তু তিনি কেমন প্রত্যাশা করেছিলেন, কেমন পাবেন- সে সংখ্যা নিয়ে পরিষ্কার কোনো ধারণা দেননি।

মাদ্রিদ ভিত্তিক স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে, ডি পল ইন্টার মিয়ামির কাছ থেকে বছরে ১১ কিংবা ১২ মিলিয়ন ডলার পারিশ্রমিক হিসেবে পাবেন। তবে, এই অর্থের পরিমাণ ১৭.৫ মিলিয়ন ডলার পর্যন্তও উঠতে পারে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।