ইসলামিক সলিডারিটি গেমস

টেবিল টেনিস মিশ্র দ্বৈতে পদক নিশ্চিত করলো বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ১২ নভেম্বর ২০২৫

সৌদি আরবের রিয়াদে চলমান ইসলামিক সলিডারটি গেমসে আরো একটি পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার টেবিল টেনিসের মিশ্র দ্বৈতে বাংলাদেশের জাভেদ আহমেদ জুটি ও খৈ খৈ মারমা জুটি কোয়ার্টার ফাইনালে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।

টেবিল টেনিসের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে উঠা দুই দলই পাবে ব্রোঞ্জ পদক। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ মিশ্র দ্বৈত জুটি ফাইনালে খেলবে বাহরাইনের বিপক্ষে।

প্রথম গেমে বাংলাদেশ ১৪-১২ পয়েন্টে, দ্বিতীয় গেমে বাংলাদেশ ১১-৫ ও তৃতীয় গেমে বাংলাদেশ ১১-৮ পয়েন্টে মালদ্বীপের নাজিফ-মানসিফকে হারিয়ে পদক নিশ্চিত করেছে।

বাংলাদেশের দুই খেলোয়াড় প্রি-কোয়ার্টার ফাইনালে গায়ানাকে হারিয়েছিল ৩-২ সেটে। এই গেমসে বাংলাদেশ এর আগে তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছে ভারোত্তোলন থেকে। মারজিয়া আক্তার ইকরা ৫৩ কেজি ওজন শ্রেণিতে পদক তিনটি জিতেছেন।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।