অস্ট্রেলিয়া ওপেন থেকে সানিয়ার বিদায়


প্রকাশিত: ০৭:০৯ এএম, ২৩ জানুয়ারি ২০১৫

অস্ট্রেলিয়া ওপেনের নারী দ্বৈতের ইভেন্ট থেকে বিদায় নিয়েছে ভারতের সানিয়া মির্জা-চাইনিজ তাইপের সু-ই সিয়েহ জুটি। এই জুটি হেরেছে গাব্রিয়েলা ডাব্রোস্কি-আলিকজা রোসোলস্কা জুটির কাছে।

কোর্টের লড়াইয়ে সানিয়া-রোসোলস্কা জুটিকে ৭-৬, ৬-৪ গেমে হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে ডাব্রোস্কি-রোসোলস্কি জুটি।

এদিকে পুরুষ দ্বৈত থেকে বিদায় নিয়েছেন ভারতের লিন্ডার পায়েস। তিনি জুটি বেঁধেছিলেন দক্ষিণ আমেরিকার রাভিন ক্লাসিনের সঙ্গে। এই জুটি ৬-২, ৪-৬, ১-৬ গেমে পরাজিত হয়েছে ফ্যাবিও ফোগনিনি-সিমোন বোলেল্লি জুটির কাছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।