অস্ট্রেলিয়া ওপেন থেকে সানিয়ার বিদায়
অস্ট্রেলিয়া ওপেনের নারী দ্বৈতের ইভেন্ট থেকে বিদায় নিয়েছে ভারতের সানিয়া মির্জা-চাইনিজ তাইপের সু-ই সিয়েহ জুটি। এই জুটি হেরেছে গাব্রিয়েলা ডাব্রোস্কি-আলিকজা রোসোলস্কা জুটির কাছে।
কোর্টের লড়াইয়ে সানিয়া-রোসোলস্কা জুটিকে ৭-৬, ৬-৪ গেমে হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে ডাব্রোস্কি-রোসোলস্কি জুটি।
এদিকে পুরুষ দ্বৈত থেকে বিদায় নিয়েছেন ভারতের লিন্ডার পায়েস। তিনি জুটি বেঁধেছিলেন দক্ষিণ আমেরিকার রাভিন ক্লাসিনের সঙ্গে। এই জুটি ৬-২, ৪-৬, ১-৬ গেমে পরাজিত হয়েছে ফ্যাবিও ফোগনিনি-সিমোন বোলেল্লি জুটির কাছে।