১৩০ রানে ভারতের জয়
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩০ রানে জয় পেলো ভারত। এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ানের সেঞ্চুরি, মিডল অর্ডার ব্যাটসম্যান অজিঙ্কা রাহানের ৭৯ রানের ওপর ভর করে ৫০ ওভার শেষে ৭ উইকেটে ৩০৭ রান করে ভারত।
ভারতের দেওয়া ৩০৮ রানের টার্গেট নিয়ে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪০ ওভার ২ বলে সবকয়টি উইকেট হারিয়ে ১৭৭ রানে সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
ভারতের দেওয়া ৩০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দিশেহারা হয়ে পড়েন তারা। ৪০ রানেই ফিরে যান দুই ওপেনার। তৃতীয় উইকেট জুটিতে এবি ডি ভিলিয়ার্স-ফাফ ডু প্লেসি একটা চেষ্টা চালালেও তা ভেস্তে যায় মোহিত শর্মার দারুণ এক থ্রো’য়ে।
ডি ভিলিয়ার্স-ডু প্লেসির এ জুটিতে আসে ৬৮ রান। এর পর রান আউট হন ডি ভিলিয়ার্স। তবে ভারতের গলার কাঁটা হয়ে বেশ কিছুক্ষণ উইকেটে ছিলেন ডু প্লেসি। কিন্তু আবারও প্রোটিয়াদের হন্তারক হিসেবে হাজির মোহিত। মোহিতের বলে ধাওয়ানের হাতে ক্যাচে পরিণত হওয়ার আগে ডু প্লেসির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৫ রান।
২২.৪ ওভারে ২ উইকেটে ১০৮ থেকে ৪০.২ ওভারেই ১৭৭ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা, শেষ ৬৯ রানেই পড়ে ৮ উইকেট। ভারতীয় বোলারদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেটে নিলেন রবিচন্দ্রন অশ্বিন।
এর আগে মেলবোর্নে ‘বি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুরুতেই রানআউট হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনের রোহিত শর্মা। এরপর শেখর ধাওয়ান আর বিরাট কোহলি ১২৭ রানের জুটি করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। ৬০ বলে ৪৬ রান করে আউট হন বিরাট কোহলি। এরপর রাহানেকে সাথে নিয়ে ১২৫ রানের জুটি করেন ধাওয়ান।
রাহানে ৬০ বলে ৭৯ রান করে আউট হন। শেষ দিকে অধিনায়ক ধোনি ১১ বলে ১৮ করলে ৩০৭ রানের বড় সংগ্রহ পায় ভারত। দক্ষিণ আফ্রিকার পক্ষে মরকেল নেন ২ উইকেট।
আরএস