গেইলের বিশ্ব রেকর্ড


প্রকাশিত: ০৭:১২ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

ক্রিস গেইল নামটা শুনলেই তার দানবীয় ব্যাটিংয়ের দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে অনেকের। গেইলের সেই দানবীয় ব্যাটিং আবার দেখল ক্রিকেট বিশ্ব।

সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ক্রিস গেইল সবাইকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করে।

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হতে দানবীয় মূর্তিতে হাজির হন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল। ইনিংসের শুরু থেকে ব্যাট করে অনেকগুলো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন।

প্রথমে ৭৯ রান করে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন। এরপর ১৮৯ রান করে বিশ্বকাপে করা সর্বকালের সর্বোচ্চ স্কোর ছাড়িয়ে যান। এতোদিন দক্ষিণ আফ্রিকার গ্যারি ক্রিস্টেন ১৮৮ রান নিয়ে সবার শীর্ষে ছিলেন। ১৮৩ দ্বিতীয় স্থানে ছিলেন সৌরভ গাঙ্গুলী। ১৮১ রান নিয়ে তৃতীয় স্থানে ছিলেন স্যার ভিভিয়ান রিচার্ডস। আর ১৭৫ রান নিয়ে চতুর্থ স্থানে ছিলেন বীরেন্দর শেবাগ।

এআরএস/আরআইপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।