পাকিস্তানের শেষ আটের সুযোগ
টানা দুই ম্যাচে হারের পর রোববার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। ব্রিসবেনের গ্যাবায় পুল ‘বি’ এর ম্যাচেটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে।
শেষ আটের রেসে ফিরে আসার জন্য পাকিস্তানের সামনে কাগজে-কলমে এটাই শেষ সুযোগ। ম্যাচটা জিততেই হবে মিসবাহ বাহিনীকে। পাকিস্তানের তুলনায় কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় আছে জিম্বাবুয়ে। দুই ম্যাচের একটি জিতেছে তারা।
ম্যাচটা জিতলে জিম্বাবুয়েরও শেষ আটের স্বপ্ন জোরালো হবে। পেশাদার কোচ হিসেবে চিগুম্বুরা-টেইলরদের পাকিস্তান সম্পর্কে খুঁটিনাটি সবই জানাবেন হোয়াটমোর-এটাই স্বাভাবিক। গুরুর তালিম নিয়ে পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের ক্রিকেটশৈলীর দেখার অপেক্ষায় এখন ক্রিকেট বিশ্ব।
পাক অধিনায়ক মিসবাহ বলেন, আমি মনে করি, আমাদের জন্য এটাই সুযোগ নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার। জিম্বাবুয়ে খুব ভালো দল। সবাই জানে, তারা ভালো করতে পারে যে কোনো দিন। কিন্তু আমি মনে করি, এটা আমাদের সুযোগ।
জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা বলেন, আমরা বোলিংটা ভালো ভাবে শেষ করা নিয়ে কাজ করছি। আশা করি কাল আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। অবশ্যই আগের ম্যাচগুলোতে তাকালে এটা বড় চিন্তার কারণ হবে। আর আসলেই আমরা ভালো বোলিং করিনি।
বিএ/পিআর