নিউজিল্যান্ডের সহজ জয়


প্রকাশিত: ০৫:৪৪ এএম, ০৮ মার্চ ২০১৫

আফগানদের দেওয়া ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড। আর এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ব্রেন্ডন ম্যাককালামের দল।

আফগানদের দেওয়া সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাককালাম যেভাবে শুরু করেছিলেন, তাতে কিউইদের ৩৫ ওভার লাগবে বলে মনে হচ্ছিল না। তবে দলীয় ৫৩ রানের মাথায় ব্যক্তিগত ৪২ রান করে ষষ্ঠ ওভারেই আফগান অধিনায়কের স্পিনে ব্যাট প্যাড হয়ে বোল্ড হয়ে ফিরতে হয় কিউই অধিনায়ককে।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতেই দলের রান একশ পার করে ফেলেন মার্টিন গাফটিল ও কেন উইলিয়ামসন।৩৩ রান করে উইলিয়ামসন ফিরলেও ফিফটি করেই মাঠ ছেড়েছেন গাফটিল।৬৯ বলে অর্ধশতকের কিছুক্ষণ পরই অবশ্য রান আউটে কাটা  পড়েছেন কিউই ওপেনার। তবে এরপর আর জয় তুলতে নূন্যতম চাপ নিতে হয়নি টেলর-অ্যান্ডারসনদের।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নাজিবুল্লাহ’র ৫৬ আর শেনওয়ারির ৫৪ রানের উপর ভর করে ১৮৬ রান সংগ্রহ করে আফগানিস্তান। নিউজিল্যান্ডের হয়ে ভেট্টোরি ৪টি ও বোল্ট নেন ৩টি উইকেট।

ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।