১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ


প্রকাশিত: ০২:৪৩ এএম, ১৫ মার্চ ২০১৫

বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের দেওয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৪৫ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের বোলিং তান্ডবে রীতিমত বিধ্বস্ত হয় আমিরাত। আমিরাত ওপেনার আন্দরি বিরেঙ্গারকে(৭)ফিরিয়ে উইকেট পতনের সূচনা করেন হোল্ডার। তার দ্বিতীয় শিকারে পরিণত হন কৃষ্ণ চন্দ্রন(০)। আরেক ওপেনার আমজাদ আলীকে(৫)আউট করে তৃতীয় উইকেটটিও তুলে নেন এই ডানহাতি এই বোলার।

এরপর চতুর্থ পঞ্চম উইকেটে ব্যাটিংয়ে নামা খুররাম খান(৫)ও শায়মান আনোয়ারকে (২) ক্লিন বোল্ড করে দুই উইকেট তুলে নেন জেরম টেইলর। ছয় রান করা স্বপ্নিল পাতিলকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট পূরণ করেন ২৩ বছর বয়সী হোল্ডার। দলীয় ৪৬ রানেই ছয় উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আমিরাত। শেষ দিকে জাবেদ ও নাসিরের হাফ সেঞ্চুরির উপর ভর করে ১৭৫ রান সংগ্রহ করে আমিরাত। আন্দ্রে রাসেলের বলে আউট হওয়ার আগে জাবেদ করেন ৫৬ আর স্যামুয়েলসের বলে আউট হওয়ার আগে আজিজ করেন ৬০ রান।

বাঁচা-মরার এ ম্যাচে খালি জিতলেই চলবে না। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে তাকিয়ে থাকতে হবে পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচের ফলাফলের দিকে। আইরিশরা জিতলে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়বে ক্যারিবিয়রা।

এখন পর্যন্ত পাঁচ ম্যাচ শেষে সমান তিন জয় ও দুই হারে পয়েন্ট টেবিলের তিনে পাকিস্তান ও চারে রয়েছে আয়ারল্যান্ড। নেট রান রেটে অবশ্য পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের তুলনায় পিছিয়ে আছে আইরিশরা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।