সমালোচনার মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড


প্রকাশিত: ০৬:২৬ এএম, ০৭ এপ্রিল ২০১৫

তিন ফরম্যাটে তিন অধিনায়ক নিয়ে ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। তবে বাংলাদেশের বিপক্ষে দল নির্বাচন নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)কড়া সমালোচনা করেছেন পাকিস্তানি সাবেক গ্রেটরা।

১৭ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে পাকিস্তান। দুই দেশের মধ্যে একমাত্র টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ এপ্রিল। এর পর দুটি টেস্ট সিরিজে অংশ নেবে দলটি। ২৮ এপ্রিল খুলনার আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্টের লড়াই।  

ওয়ানডে সিরিজে সফরকারী দলকে নেতৃত্ব দেবেন আজহার আলী। দুই বছর ধরে ওয়ানডে দলে জায়গা করে নিতে পারেননি এ মিডল অর্ডার ব্যাটসম্যান। সবে শেষ হওয়া বিশ্বকাপেও স্কোয়াডের বাইরে ছিলেন তিনি। আজহারের স্ট্রাইক রেটও ওয়ানডে মেজাজের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করছেন সমালোচকরা।

শুধু আজহারকে অধিনায়ক নির্বাচনই নয়, বেশ কয়েকজনকে স্কোয়াডভুক্ত করা নিয়ে আপত্তি সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার জালালউদ্দীনের। ওয়ানডে ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করার গৌরবের অধিকারী এ ফাস্ট বোলারের ভাষায়, ‘অফ স্পিনার সাঈদ আজমলকে তিন ফরম্যাটেই দলে রাখাটা মোটেও যুক্তিযুক্ত হয়নি। কেননা নিষেধাজ্ঞার কারণে বেশ কিছুদিন সে দলের বাইরে ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই স্বাভাবিক পারফরম্যান্স করাটা খুবই কঠিন।

ফাস্ট বোলার জুনায়েদ খানকে ওয়ানডে স্কোয়াডে না রাখায় ভীষণ অবাক জালালউদ্দীন। বলেছেন, ‘জুনায়েদ এখন ফিট। বাংলাদেশ সফরে টেস্ট ও টি২০ দলে রাখা হলেও তাকে ওয়ানডে দলে না রাখাটা বিস্ময়কর।’

হার্ড হিটার উমর আকমল ও আহমেদ শেহজাদকে দলভুক্ত না করায়ও ক্ষুব্ধ এ ফাস্ট বোলার। তিনি বলেছেন, ‘এ সময়ের ক্রিকেটে ভালো স্ট্রাইক রেট বজায় রেখে পাকিস্তান দলে খেলতে পারে সরফরাজ আহমেদ, উমর আকমল ও আহমেদ শেহজাদ। এ তিনজনের দুজনই স্কোয়াডের বাইরে। শেহজাদকে শুধু টি২০ ফরম্যাটে রাখা হয়েছে। এটা খুবই অযৌক্তিক।

এমআর/এমএস

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।