আইপিএলের জমকালো উদ্বোধন আজ

কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরের উদ্বোধন হচ্ছে আজ। জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড তারকা হৃত্বিক রোশন, শহীদ কাপুর, অনুষ্কা শর্মা, ফারহান আখতার ও বাঙালি মিউজিশিয়ান প্রীতিম। তবে সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় এ অনুষ্ঠানে থাকছে না বলিউড সুপারস্টার ও কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করবেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। এতে আইপিএলের আট অধিনায়কও অংশ নেবেন। আর তাদের এমসিসির ক্রিকেটীয় চেতনার শপথ পাঠ করাবেন রবি শাস্ত্রী।
আইপিএলের তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ৩০ হাজার টিকিট ছাড়া হয়েছে। আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুবীর গাঙ্গুলী বলেন, ‘বিক্রির উদ্দেশ্যে উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র ৩০ হাজার টিকিট ছাড়া হয়েছে।’ কলকাতা শহরের বিভিন্ন শপিংমলের বুথে বিক্রি হচ্ছে। এছাড়া টিকিট পাওয়া যাবে অনলাইনেও। টিকিটের দাম যথাক্রমে ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৬০০ ও এক হাজার ৫০০ রুপি।
বুধবার কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইপিএলের। ২৪ মে টুর্নামেন্টের ফাইনাল। এবার আটটি দলের অংশগ্রহণে ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আইপিএলের গত আসরে ফিক্সিং কেলেঙ্কারি ভারতের ক্রিকেটে রীতিমতো ঝড় তোলে। আয়োজকরা আশা করছেন, ফিক্সিংয়ের সেই কলঙ্ক ভুলে আবারও আইপিএলে ক্রিকেটের জয় হবে। বলিউড তারকাদের নিয়ে চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সে বার্তাই দিতে চান তারা।
এমআর/বিএ/এমএস