ফুরফুরে মেজাজে টাইগাররা


প্রকাশিত: ০২:০০ পিএম, ২১ এপ্রিল ২০১৫

পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। তাই সিরিজের শেষ ওয়ানডের আগে অনুশীলনে অনেকটা ফুরফুরে মেজাজে টাইগাররা।

মঙ্গলবার অনুশীলনে তাই ফুটবল নিয়েই মেতে উঠলেন মাশরাফিরা। মুশফিক, সাকিব, মাশরাফি, সাব্বির, সৌম্যরা যেন বনে গেলেন পেশাদার ফুটবলার। রোনালদো ভক্ত তামিমকে দেখা গেলো গোল রক্ষকের ভূমিকায়।

খেলার এক পর্যায়ে তামিম, মুশফিক এবং মাশরাফির দল তিন শুন্য গোলে পিছিয়ে ছিল। নাসির, সাব্বির, রিয়াদ, সৌম্য এবং সাকিবদের দাপটে কোনঠাসা হয়ে পড়েছিল তামিমরা।

তবে এক পর্যায়ে তামিমকে ওয়ান টু ওয়ান অবস্থায় পেয়েও গোল করতে পারেননি সাকিব। এ নিয়ে অবশ্য মজাও কম হলো না। খেলায় নাসির করলেন দুই গোল। করালেন আরো একটি। হঠাৎই প্লে মেকার হয়ে উঠা নাসির পরে বললেন, মজা করে খেললেও একপর্যায়ে কেমন যেন সিরিয়াস হয়ে পড়ি। এখানেও প্রতিদ্বন্দ্বিতা থাকে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের আগে এমন ফুরফুরে মেজাজের সাথে প্রতিদ্বন্দ্বিতাই বলে দিচ্ছে, শেষ ম্যাচেও পাকিস্তানকে হারিয়ে বাংলাওয়াশের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।