‘ক্রিকেট বলের আঘাতে আরও একটি মৃত্যু’


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২১ এপ্রিল ২০১৫

ক্রিকেট মাঠে আরও একটি মৃত্যুর ঘটনা ঘটেছে। ক্রিকেট খেলায় ব্যবহৃত পাঁচ আউন্স ওজনের বলটি যে মাঝে-মধ্যে খেলোয়াড়দের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, তারই আরেকটি নমুনা দেখল ক্রিকেট বিশ্ব। বোলারের বাউন্সারের ছোবলে নিভে গেল স্বপ্ন বুনা রাহুল ঘোষের জীবনের প্রদীপ।

অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজের পর ক্রিকেটের ২২ গজের মাঠে বলের আঘাতে ঘাড়ে চোট পেয়ে জীবনের কালো ছায়া নেমে আসে রাহুল ঘোষেরও।

তিনি স্বপ্ন বুনেছিলেন ক্রিকেট নিয়ে। সেই ক্রিকেটই নিভিয়ে দিয়েছে তাঁর জীবনের প্রদীপ। মাঠেই বলের আঘাতে ঘাড়ে চোট পেলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বলছেন, গুরুতর চোট কিছু নেই।

কিন্তু অঙ্কিতের মৃত্যুর পরদিনই এমন এক বিপদের ছায়া ক্রিকেটের ২২ গজে এবং বাহিরে বাড়িয়েছে উদ্বেগ। ক্রিকেট কলকাতার ২য় ডিভিশনের ক্রিকেটার, পুলিশ অ্যাথলেটিক ক্লাবের রাহুল ঘোষ।

মঙ্গলবার ২য় ডিভিশনের খেলা চলছিল ভিডিওকনের মাঠে। ফিল্ডিংয়ে দুরন্ত রাহুল ২২ গজে সবসময়ই ফুরফুরে ছিলেন। ব্যাটসম্যানের স্ট্রোক নেওয়ার পর হঠাৎ বাউন্স করে বলটি। আন ইভেন বাউন্স বুঝতে পারেননি রাহুল। বল সোজা এসে লাগে তাঁর ঘাড়ে। আহত রাহুলকে নিয়ে যাওয়া হয় নাইটিঙ্গল হাসপাতালে। সঙ্গে সঙ্গেই করানো হয়েছে সিটি স্ক্যান।

কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানা গেছে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।