বায়ার্নের বিপক্ষে বার্সেলোনাই এগিয়ে : বেকেনবাওয়ার
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে বায়ার্ন মিউনিখকে আন্ডারডগ হিসেবে চিহ্নিত করেছেন ক্লাবটির সভাপতি ফ্রেঞ্জ বেকেনবাওয়ার।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা পর্তুগীজ চ্যাম্পিয়ন পোর্তোর বিপক্ষে ৬-১ গোলের বড় জয়ের মাধ্যমে দুই লেগ মিলিয়ে ৭-৪ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তারপরেও কাতালান ক্লাবটির উপরেই বেশি আস্থা রাখতে চাইছেন সাবেক বায়ার্ন কিংবদন্তি বেকেনবাওয়ার। বার্সেলোনা ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
বেকেনবাওয়ার বলেছেন, ‘আমার কাছে বার্সেলোনাই ফেবারিট। তার মানে এই নয় যে বায়ার্নের কোনো সুযোগই নেই, কিন্তু আমি বিশ্বাস করি এই ম্যাচে তারা ফেবারিট নয়।’
এদিকে বায়ার্নের স্পোর্টিং পরিচালক ম্যাথিয়াস সামির মনে করেন বার্লিনের ফাইনালে যাবার পথে উভয় দলেরই সমান সুযোগ রয়েছে। এই ম্যাচটির জন্য অধীর অপেক্ষায় থাকা সামির আরো বলেছেন, এই ম্যাচের মাধ্যমে গার্দিওলা ক্যাম্প ন্যুতে ফিরছেন। কোচরাই সবসময় একটি ম্যাচের কেন্দ্রবিন্দুতে থাকেন। কিন্তু মাঠের খেলার পুরোটাই খেলোয়াড়দের ওপর নির্ভর করে। এই ধরনের প্রতিযোগিতায় এর থেকে বড় ম্যাচ আর হতে পারে না।
একে/আরআইপি