সাজঘরে ফিরলেন হাফিজ
নিজের ক্যারিয়ারের প্রথম দ্বিশতক করে শেষ পর্যন্ত সাজঘরে ফিরলেন মোহাম্মদ হাফিজ। শুভাগত হোমের বলে আউট হওয়ার আগে অভিজ্ঞ এই অলরাউন্ডার করেন ২২৪ রান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৪০৬ রান। অধিনায়ক মিসবাহ-উল-হক ৩৫ আর আসাদ শফিক ১ রান নিয়ে ব্যাট করছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩২ রান পেরিয়ে ৭৪ রানের লিড নিয়েছে পাকিস্তান।
খুলনা টেস্টের প্রথম ইনিংসে ১ উইকেটে ২২৭ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও আজহার আলি। কিন্তু দলীয় ২৭৭ রানের মাথায় শুভাগত ফিরিয়েছেন আজহার আলীকে। বোল্ড হওয়ার আগে করেছেন ৮৩ রান। বিরতির পর ৩৩ রান করা ইউনুস খানকে ফেরান তাইজুল ইসলাম।
এমআর/পিআর