সফরের আগে পাকিস্তানে যাচ্ছে জিম্বাবুয়ের নিরাপত্তা-পর্যবেক্ষক দল


প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০৬ মে ২০১৫

ছয় বছর পাকিস্তানের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। কারণটা আর কিছুই নয়, নিরাপত্তা। ছয় বছর আগে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর গুলির ঘটনা পাকিস্তানকে একরকম একঘরে করে দিয়েছিল নিজেদের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে।

সম্প্রতি বাংলাদেশ সফরে ধারাবাহিক হারেও বার বার সেদেশের জ্যেষ্ঠ ক্রিকেটাররা দুষেছেন এই বিচ্ছিন্নতাকেই।

অবশেষে দীর্ঘ এই বিরতির পর ১৯ মে জিম্বাবুয়ে ক্রিকেট দলের পাকিস্তান সফরের মধ্য দিয়ে হতে যাচ্ছে পাকিস্তানের শাপমোচন।

কিন্তু তার আগে জিম্বাবুয়ে থেকে একটি বিশেষ নিরাপত্তা-পর্যবেক্ষক দল পাকিস্তানে আসবে তাদের নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পরীক্ষা করতে। ৩টি ওয়ানডে ও ২টি টি২০’র জন্য পাকিস্তান যে অতিরিক্ত নিরাপত্তা নিয়েছে, তাতে সন্তুষ্ট হলেই কেবল নিশ্চিত হবে জিম্বাবুয়ের পাকিস্তান সফর।

বুধবার লাহোরে একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক মিসবাহ ইল হক তা-ই জানালেন।

সব ঠিক থাকলে আগামী ২২ ও ২৪ তারিখ হবে পাকিস্তান-জিম্বাবুয়ে টি২০’র ম্যাচ দুটি। আর ২৬, ২৯ ও ৩১ তারিখে ওয়ানডে।

সফর শেষে ১ জুন দেশে ফিরে যাবার কথা জিম্বাবুয়ের।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।