বেতন বাড়ানোর দাবি মিসবাহদের
দলের পারফরম্যান্সে মোটেই সন্তোষজনক নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্সের সমালোচনা চলছে পুরো পাকিস্তানে। তার ওপর ক্রিকেটাররা এখন বেতন বাড়ানোর দাবি তুলেছেন।
যদিও নতুন চুক্তিতে ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে, নতুন করে তাই বেতন বৃদ্ধির দাবি পিসিবিকে সমস্যায় ফেলে দিচ্ছে। গত বছরের ডিসেম্বরে ক্রিকেটারদের সঙ্গে পিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। বিশ্বকাপের ডামাডোলে বোর্ড নতুন করে তিন মাসের একটি অস্থায়ী চুক্তিপত্র তৈরি করে। কিন্তু খেলোয়াড়রা বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছার পর সেই চুক্তিপত্রে সই করতে অস্বীকার করেন। টিম ম্যানেজারের কাছে তারা পূর্ণাঙ্গ বার্ষিক চুক্তির দাবি করেন।
পিসিবি খেলোয়াড়দের চূড়ান্ত বার্ষিক চুক্তির কাজ গুছিয়ে এনেছে। নতুন চুক্তিতে তালিকাভুক্ত খেলোয়াড়দের মাসিক বেতন ১০ শতাংশ বাড়ানো হয়েছে। কিন্তু এতেও সন্তুষ্ট নন দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার। তাদের দাবি, সব ধরনের ক্রিকেটেই তাদের ম্যাচ ফি বাড়াতে হবে। যে খেলোয়াড়রা ম্যাচ ফি বাড়ানোর দাবি জানিয়েছেন, তাদের নাম অবশ্য জানা যায়নি। তবে টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক তাদের প্রতিনিধি হয়ে বোর্ড কর্তাদের সঙ্গে দর কষাকষি করছেন।
এআরএস/পিআর