বাংলাদেশ সফরে অনিশ্চিত কোহলি!
জুন মাসে বাংলাদেশ সফরে বিরাট কোহলির আসা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। একটানা ক্রিকেট খেলে ক্লান্ত কোহলি বিশ্রাম চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছেন। শুধু কোহলিই নয়, বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ও বিশ্রাম চেয়ে অাবেদন করেছেন বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম। তবে বোর্ডের তরফ থেকে এই ব্যাপারে কিছু জানানো হয়নি।
জুন মাসে বাংলাদেশ সফরের জন্য ২০ মে দল নির্বাচনের কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সফরে একটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচে মুখোমুখি দু’দেশ। ১০ জুন ফাতুল্লায় সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে। ১৮, ২১ ও ২৪ জুন তিনটি একদিনের ম্যাচই হবে মরপুরে।
বাংলাদেশ সফরের পর পর জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা সফর রয়েছে টিম ইন্ডিয়ার। তাই তার আগে কিছুদিনের বিশ্রামের আর্জি জানিয়েছেন কোহলিরা। এখন দেখার বিষয় কোহলি যদি বাংলাদেশ সফরে না আসেন তাহলে টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়কত্ব কে সামলান।
এসকেডি/বিএ/পিআর