পাক-ভারত সিরিজ চান দ্রাবিড়


প্রকাশিত: ০৬:২৮ এএম, ১৬ মে ২০১৫

ক্রিকেটের স্বার্থেই ভারত-পাকিস্তানের সিরিজ অনুষ্ঠিত হওয়া দরকার বলে মনে করেন রাহুল দ্রাবিড়। দ্রাবিড় বলেছেন, হ্যাঁ, ক্রিকেটের জন্যই এই সিরিজটা হওয়া দরকার। আর তাই এই সিরিজ হলে, তাকে তো স্বাগত জানাবই। তবে এই সিরিজ হওয়ার পেছনে ক্রিকেটের পাশাপাশি আরও কিছু বিষয় নিয়ে ভাবতে হচ্ছে।

নিরাপত্তা ও রাজনৈতিক পরিবেশ নিয়ে ভাবতে হচ্ছে। তাই চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারটা দু’দেশের ক্রিকেট বোর্ডের ওপরই ছেড়ে দেওয়া উচিত।এর আগে ভারতে এসে ঘুরে গিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। তখনই দু’দেশের ক্রিকেট সিরিজ নিয়ে আলোচনা হয়।

৩ টেস্ট, ৫টি একদিনের ম্যাচ এবং ২টি টোয়েন্টি-২০ ম্যাচের সিরিজ ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে করার প্রস্তাব দেন তিনি। তবে ভারতীয় বোর্ড এ ব্যাপারে এখনও পরিষ্কারভাবে কিছুই জানায়নি। বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর বলেন, ‘প্রাথমিক পর্যায়ে দু’দেশের বোর্ডের কথা হয়েছে। দ্বিতীয় দফায় দুই বোর্ডের কথা হওয়ার পর হয়ত কোনও বিবৃতি দেওয়া সম্ভব। তারপর দু’দেশের সরকারের অনুমতিও প্রয়োজন। সব হওয়ার পরই চূড়ান্ত সিন্ধান্ত জানা যাবে।

এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।