টেস্টে কোহলির নেতৃত্ব চান গাভাস্কার
জুন মাসে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। সফরে একটিমাত্র টেস্ট ম্যাচে বিরাট কোহলি ভারতীয় দলকে নেতৃত্ব দেয়ার পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বিশ্রাম গ্রহণ করুক- এমনটাই চাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।
বাংলাদেশ সফরের জন্য আগামী ২০ মে মুম্বাইয়ে ভারতীয় দল ঘোষণা করা হবে। গত বছরের নভেম্বর থেকে টানা ক্রিকেটের মধ্যে থাকা বিরাট কোহলি বাংলাদেশ সফরে না গিয়ে বিশ্রামে থাকার জন্য বোর্ডের কাছে আবেদন করেছেন বলে দেশটির এক প্রভাবশালী গণমাধ্যম জানায়।
তবে সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারের চাওয়া, একমাত্র টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেয়ার পর ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকুক কোহলি।
শুক্রবার গাভাস্কার বলেন, আমি চাই কোহলি টেস্ট ম্যাচে খেলুক, তারপর ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকুক। রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদবেরও বিশ্রাম প্রয়োজন। এই দুজন দীর্ঘ সময় ধরে টানা বোলিং করে যাচ্ছে। গত সাড়ে চার মাস ধরে তারা কঠোর পরিশ্রম করে আসছে।
মাহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোয় বিরাট কোহলিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দেখতে পান গাভাস্কার। তবে কোহলির মতো, ধোনিকেও ওয়ানডে সিরিজে বিশ্রাম দেয়ার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, একটিমাত্র টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৭ জুন বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। ১০-১৪ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হবে। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের ওয়ানডে তিনটি অনুষ্ঠিত হবে। ম্যাচ তিনটি যথাক্রমে ১৮, ২১ ও ২৪ জুন অনুষ্ঠিত হবে।
# বাংলাদেশ সফরে অনিশ্চিত কোহলি!
বিএ/এমএস