ফিক্সিং নিয়ে তদন্ত কমিটি হচ্ছে না


প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৭ মে ২০১৫

জাতীয় ক্রিকেট লিগে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ ওঠার পরও তদন্ত কমিটি হচ্ছে না। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন জানিয়েছেন, আলাদাভাবে কোন তদন্ত কমিটি হবে না। বিসিবি এন্টি-করাপশন বিভাগই তদন্ত করবে। আর তাদের রিপোর্ট পাওয়ার পরই ব্যবস্থা নেবে বিসিবি।

এদিকে এনসিএলে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠার পর টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খানের পাশাপাশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, অভিযোগের তদন্ত হবে। এবং প্রমান হলে কাউকেই ছাড় দেয়া হবে না।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।