সাতক্ষীরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন মানবপাচারকারী গুলিবিদ্ধ


প্রকাশিত: ০৩:১২ পিএম, ১৪ জুন ২০১৫

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন মানবপাচারকারী গুলিবিদ্ধ হয়েছেন।  রোববার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ী সীমান্ত এলাকায় এঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আহত পাচারকারীরা হলো সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের সিরাজ গাজীর ছেলে আব্দুল আলিম (৩০), কাশেমপুর গ্রামের মফেজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৪০) ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মধ্যম বরিশাল গ্রামের আবু বাক্কার সিদ্দিকের ছেলে জিয়াউল ইসলাম (৩৫)।

পুলিশ জানায়, সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ী সীমান্ত এলাকায় কয়েকজন মানবপাচারকারী গোপনে বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই কালামের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে অভিযান চালায়।  পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে পর পর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।  এসময় পুলিশ ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।  বেশ কিছুক্ষণ পরে অন্যান্য পাচারকারীরা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল আলিম, আব্দুস সালাম ও  জিয়াউল ইসলামকে আটক করে।  পরে চিকিৎসার জন্য তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ তিন পাচারকারীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তারা দীর্ঘদিন ধরে মানবপাচারের সাথে জড়িত রয়েছে বলে তিনি জানান।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।