জন্মদিনের ছবি দিলেন মেসি


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২৫ জুন ২০১৫

বুধবার বিশাল এক কেক কেটে নিজের ২৮তম জন্মদিন পালন করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে নামার আগে জন্মদিন উদযাপনের ছবি তুলে ধরলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্তাগ্রামে।

ইনস্তাগ্রামে তার মিলিয়ন ফলোয়ারের উদ্দেশ্যে জন্মদিনের কেকের সামনে বসে হাসিমাখা ছবি আপলোড করেন। বৃহস্পতিবার জন্মদিনে পাওয়া সকলের শুভেচ্ছার জবাব দেন এই কিংবদন্তী। বলেন, ‘সকলকে ধন্যবাদ, আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যারা মেসেজ এবং ছবি আপলোড করেছেন। ধন্যবাদ আপনার উপস্থিতির জন্য এবং নিয়মিত সমর্থনের জন্য।

মেসির সতীর্থ সার্জিও আগুয়েরোও বুধবার ‘শুভ জন্মদিন’ বার্তা লিখে একটি ছবি আপলোড দেন।

আগামী শনিবার সেমি ফাইনালের লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা।

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।