আনুশকার জন্য বিরাটের জামদানি উপহার


প্রকাশিত: ০২:৪০ পিএম, ২৬ জুন ২০১৫

টাইগারদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরে ইতোমধ্যে দেশে পৌঁছেছে টিম ইন্ডিয়া। তবে সিরিজ হারার বেদনায় প্রেমিকা আনুশকা শর্মার জন্য বাংলাদেশ থেকে উপহার নিতে ভুলে যাননি বিরাট কোহলি। বাংলাদেশ ছাড়ার আগ মুহূর্তে আনুশকার জন্য জামদানি শাড়ি কিনে নিয়েছেন এই ক্রিকেটার।

এনডিটিভির খবরে বলা হয়, সিরিজে খুব একটা ভালো করতে পারেননি বিরাট। তিন ম্যাচ মিলে তার রান মাত্র ৪৯। তাই বলে প্রেমিকার আবদার ভুলে যাবেন- এমন পুরুষ নন তিনি। তাই বাংলাদেশ থেকে দেশে ফেরার পথে প্রেমিকা আনুশকার জন্য জামদানি শাড়ি কিনে ব্যাগে ভরেছেন।

ঢাকার সোনারগাঁও হোটেলে অবস্থানকালেই মোট সাতটি জামদানি শাড়ি কেনেন বিরাট কোহলি। তার দেখাদেখি অন্য ক্রিকেটাররাও প্রিয়জনদের জন্য জামদানি শাড়ি নিয়েছেন।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।