বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন


প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১২ জুলাই ২০১৫

সফরকারী দক্ষিণ আফ্রিকার সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয়ে সিরিজে সমতা আনায় বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীসহ সর্বস্তরের জনগণ অভিনন্দন জানিয়েছেন।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে টাইগাররা। এ জয়ের পর পৃথক বিবৃতিতে ক্রিকেট দল ও কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা।

উল্লেখ্য, সিরিজের পরবর্তী ও সিরিজ নির্ধারণী ম্যাচ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।