করোনার ভ্যাকসিন নিলে বিপদে পড়বে খেলোয়াড়রা!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১২ ডিসেম্বর ২০২০

করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত সারা বিশ্ব। পুরো বিশ্বের শত কোটি মানুষ তাকিয়ে আছে ভ্যাকসিনের দিকে। কবে কার্যকর ভ্যাকসিন আবিস্কার হবে, কবে সেটা নাগালের মধ্যে আসবে এবং সেই ভ্যাকসিন গ্রহণ করে নিরাপদ হবে- সেই অপেক্ষায় প্রহর গুণছে সারা বিশ্বের মানুষ।

এরই মধ্যে একটি কোম্পানির ভ্যাকসিন বাণিজ্যিকভাবে উৎপাদন এবং বিপণনের অনুমতি পেয়েছে। আরও কয়েকটি কোম্পানির ভ্যাকসিন ট্রায়ালে রয়েছে। যে কোনো সময় তাদের উৎপাদিত ভ্যাকসিনও বাজারে চলে আসতে পারে।

কিন্তু ভ্যাকসিন বাণিজ্যিকভাবে বাজারে আসার আগেই ক্রীড়া বিশ্ব শুনলো বড় ধরনের এক দুঃসংবাদ। কারণ, ভ্যাকসিন নিলেই বড় একটি ঝুঁকির মধ্যে পড়ে যাবেন খেলোয়াড়রা। যে কারণে, আজীবন থেকে শুরু করে বিভিন্ন সময়ের জন্য নিষিদ্ধও হয়ে থাকেন তারা।

কি সেই বিপদ? মূলতঃ করোনার ভ্যাকসিনের মধ্যে থাকা উপাদান নিয়ে চিন্তিত হয়ে পড়েছে বিশ্ব ডোপ বিরোধী সংস্থা ওয়াডা (ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি)। তাদের প্রশ্ন, খেলোয়াড়রা করোনার ভ্যাকসিন নিলে কী কোনোভাবে ডোপিংয়ের দায়ে অভিযুক্ত হয়ে যাবেন?

এরই মধ্যে এ বিষয়টা নিয়ে মাঠে নেমে পড়েছে ওয়াডা। তারা নানা পর্যালোচনা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ডোপ বিরোধী সংস্থাকে ওয়াডা বলেছে, করোনার ভ্যাকসিনের মধ্যে কোনো নিষিদ্ধ ড্রাগ আছে কিনা, সেটা ভাল করে পরীক্ষা করে নিতে।

ওয়াডা জানিয়েছে, এখনই ভ্যাকসিনের উপদান নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে এই টিকার মধ্যে খেলাধুলোয় নিষিদ্ধ ড্রাগের উপস্থিতির সম্ভাবনা তারা একেবারেই উড়িয়ে দিচ্ছে না।

এক বিবৃতিতে ওয়াডা জানিয়েছে, ‘আমরা সবসময় করোনার ভ্যাকসিন নিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এই ভ্যাকসিন নিলে ডোপিংয়ের আওতায় অ্যাথলেটদের পড়তে হবে কি না, সে বিষয়ে আমরা সবসময় চিন্তা-ভাবনা করছি। এ রকম হতেই পারে, করোনার টিকা নিলে ডোপিংয়ের দায়ে অভিযুক্ত হচ্ছে খেলোয়াড়রা। তবে অ্যাথলেটরা নিশ্চিন্ত থাকতে পারে, ওয়াডা এ ব্যাপারে তাদের পরিষ্কার করে সব জানিয়ে দেবে।’

ভ্যাকসিন প্রস্তুতকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ওয়াডা কথা বলছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার্সের কর্তাদের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে ওয়াডা।

তবে মহামারির মধ্যে ওয়াডাও চায়, ভ্যাকসিন বাজারে এলে খেলোয়াড়রাও যেন তা গ্রহণ করেন। কারণ, খেলোয়াড়দের স্বাস্থ্য ওয়াডার কাছেও অগ্রাধিকার পাচ্ছে। ওয়াডা বিবৃতিতে বলেছে, ‘আমরা চাই না করোনার ভ্যাকসিন ও ডোপ বিরোধী আইনের মধ্যে কোনও মতবিরোধ হোক।’

আইএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।