মাঠে ফিরছেন মোহাম্মদ আমির


প্রকাশিত: ০৭:০৬ এএম, ০৮ নভেম্বর ২০১৪

ক্রিকেট মাঠে ফেরার দুয়ার উন্মুক্ত হতে যাচ্ছে স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ পাকিস্তানের বোলার মোহাম্মদ আমিরের। গড়াপেটায় জড়িত থাকার অভিযোগে শাস্তি হিসেবে জেলও খেটেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কিছুটা নমনীয় হতে যাচ্ছে নিষিদ্ধ ক্রিকেটারদের প্রতি। বিশেষ করে নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে ওই ক্রিকেটাররা যেন ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে চিন্তা-ভাবনা করছে আইসিসি। আর এমন সিদ্ধান্ত হলে আবারও মাঠে ফিরতে পারবেন পাকিস্তানের আমের, মোহাম্মদ আসিফ ও সালমান বাট। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে খেলায় স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে আমের ৫ বছর, বাট ১০ বছর এবং আসিফ ৭ বছর নিষিদ্ধ হয়েছেন।

দুবাইয়ে আগামী রবিবার দুইদিনব্যাপী অনুষ্ঠিত হবে সংস্থার বোর্ড মিটিং। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফসি। এএফপির দাবি, এরই মধ্যে এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে আইসিসির নির্বাহী কমিটি। আর এটা হলে উপকৃত হবেন ২২ বছর বয়সী আমের। তিনি আবারও ফিরতে পারবেন মাঠে। নিষিদ্ধ হওয়ার আগে পাকিস্তানের হয়ে ১৪টি টেস্ট ও ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন আমির।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।