রাগবিকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল আইএফআইএল

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১৫ জুলাই ২০২১

করোনার সময়ে মানুষকে স্বাস্থ্য সচেতন করতে গত বছর থেকেই মাস্কসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করে আসছে বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন)। ফেডারেশনের এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছে ইসলামিক ফাইনান্স ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন লিমিটেড (আইএফআইএল)।

বৃহস্পতিবার তেজগাঁওয়ে অবস্থিত ইসলামিক ফাইন্যান্স ইনভেসমেন্ট ফাউন্ডেশন লিমিটেডের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বোর্ড অব ডাইরেক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার আলম ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মারুফ মনসুর বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী ও যুগ্ন সাধারণ সম্পাদক সাঈদ আহমেদের কাছে ২০ হাজার পিস মাস্ক ও ৩০ লিটার হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন।

আইএফআইএলের সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের মাঝে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করবে বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন)।

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।