৪১ জনের পেছনে সামিউল, টুম্পার অবস্থান ৭০তম

হাঙ্গেরি যাওয়ার পূর্বে দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া আক্তার টুম্মা বলেছিলেন, তারা নিজেদের সেরা টাইমিং করতে চান ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপে। কিন্তু হাঙ্গেরির বুদাপেস্টে হওয়া এই চ্যাম্পিয়নশিপে দুই সাঁতারুই হতাশ করেছেন দেশকে।
সামিউল অংশ নেন ৫০ ও ১০০ মিটার ব্যাক স্ট্রোকে। সোনিয়ার ইভেন্ট ছিল ৫০ মিটার ফ্রি স্টাইল।
ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সামিউল হয়েছেন ৪৯ জনের মধ্যে ৪২তম। তিনি সময় নিয়েছেন ২৮.২২ সেকেন্ড। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৪৮ জনের মধ্যে হয়েছেন ৪৩তম। এই ইভেন্টে সামিউলের টাইমিং ১ মিনিট ০২.৩১ সেকেন্ড।
সোনিয়া আক্তার মেয়েদের ৫০ মিটার ফ্রি স্টাইলে সময় নিয়েছেন ৩০.০৫ সেকেন্ড। তিনি হয়েছেন ৮২ জনের মধ্যে ৭০তম। এই ইভেন্টে সোনিয়ার সেরা টাইমিং ২৯.৭৯ সেকেন্ড।
আরআই/এমএমআর/এএসএম