চলে গেলেন ক্রিকেটার ফিল হিউজ


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ২৭ নভেম্বর ২০১৪

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজ মাত্র ২৫ বছর বয়সেই পরকালের ঠিকানায় পাড়ি জমালেন। মঙ্গলবার শেফিল্ড শেইল্ডের ম্যাচে নিউ সাউথ ওয়েলসের শন অ্যাবোটের শর্ট পিচ ডেলিভারির একটি বলে হুক করতে গেলে হিউজের মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এরপর সিডনির একটি হাসপাতালে কোমায় ছিলেন তিনি।অস্ট্রেলীয় ক্রিকেট দলের চিকিৎসক পিটার ব্রুকনার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ফিল আর কখনই চেতনা ফিরে পাবে না। সিডনির হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।