বিশ্বকাপে মাশরাফিই দলনেতা


প্রকাশিত: ১০:৪১ এএম, ২৭ নভেম্বর ২০১৪

আসন্ন ২০১৫ সালে ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপের আসরে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার ধানমন্ডিতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি জানান, আসন্ন বিশ্বকাপে অধিনায়ক থাকছেন মাশরাফিই। এর পক্ষে যুক্তি দেখিয়ে পাপন বলেন, মাশরাফিকে বিশ্বকাপে অধিনায়ক না রাখার কোনো কারণ নেই। বিশ্বকাপের কথা মাথায় রেখেই জিম্বাবুয়ে সিরিজের আগে ওয়ানডে এবং টেস্ট অধিনায়কত্ব আলাদা আলাদা করা হয়েছে।

বিসিবি সভাপতি আরও জানান, যদি কোনো কারণে মাশরাফি দলে থাকতে না পারে কিংবা অধিনায়কত্ব করতে না পারে, তাহলে তার পরিবর্তে সাকিব আল হাসানই ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

এদিকে, অনেক দিন ধরেই বাংলাদেশের নেতৃত্ব দিয়ে আসছিলেন মুশফিকুর রহিম। এ বিষয়ে পাপনের বলেন, মুশফিক অবশ্যই ভালো একজন অধিনায়ক, উইকেটরক্ষক এবং ব্যাটসম্যানও বটে। আমরা চিন্তা করেছি, একসঙ্গে এতগুলো দায়িত্ব পালন করা তার পক্ষে অসম্ভব হয়ে উঠতে পারে। সে যাতে করে টেস্ট অধিনায়কত্ব এবং সঙ্গে উইকেটকিপিং ও ব্যাটিংয়ে আরো মনযোগী হতে পারে, সে লক্ষ্যেই ওয়ানডে নেতৃত্ব পরিবর্তন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।