ঢাকায় আইসিসি প্রেসিডেন্ট জহির আব্বাস


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও আইসিসির প্রেসিডেন্ট জহির আব্বাস ঢাকায় এসেছেন আজ (বৃহস্পতিবার) সকালে। আগামী ১৪ ফেব্রুয়ারি আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা রয়েছে তার। বৃহস্পতিবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান আইসিসি প্রেসিডেন্ট।

বিমান বন্দরে জহির আব্বাসকে স্বাগত জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসেন তিনি।

উল্লেখ্য, আইসিসি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম ঢাকায় আসলেন জহির আব্বাস। অস্ট্রেলিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিতে না পারায় ক্ষোভে আ হ ম মুস্তফা কামালের পদত্যাগ করেন। এরপর আইসিসি প্রেসিডেন্টের শূন্য পদে জহির আব্বাস সাময়িকভাবে নিয়োগ পেলেও, রোটেশন অনুসারে পরবর্তী সময়ের জন্যও পাকিস্তান থেকে নিয়োগ পেয়ে যান তিনি।

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।