কুমিল্লাকে হারিয়ে হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চট্টগ্রাম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৪ নভেম্বর ২০২২

ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে একমি চট্টগ্রাম। সোমবার মওলানা ভাসানী স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম কোয়ালিফায়ার্সে চট্টগ্রাম পিছিয়ে পড়েও ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে রূপায়ন সিটি কুমিল্লাকে।

দুই দলের দুর্দান্ত লড়াই শেষে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে শেষ কোয়ার্টারে। প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টারে লিড নিয়েছিল কুমিল্লা। অভিজ্ঞ খেলোয়াড় পুস্কর ক্ষিসা মিমোর দর্শনীয় গোলে জয়ের স্বপ্ন দেখেছিল কুমিল্লা। কিন্তু তাদের স্বপ্ন ভেঙে ম্যাচ জিতে নেয় চট্টগ্রাম।

৪৯ মিনিটে চট্টগ্রাম ম্যাচে ফিরেছিল ভারতীয় তারকা খেলোয়াড় দেবিন্দর ভালমিকির দারুণ এক গোলে। ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভালমিকি করেন চট্টগ্রামের জয়সূচক গোল।

এই ম্যাচ হারলেও কুমিল্লার ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। রাতে অনুষ্ঠিতব্য মেট্রো এক্সপ্রেস বরিশাল ও মোনার্ক পদ্মার মধ্যে বিজয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার্স খেলবে কুমিল্লা।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।