হংকংকে এক হালি গোল দিয়ে শুরু বাংলাদেশের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৬ জানুয়ারি ২০২৩

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধারের মিশনটা ভালোভাবেই শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার ওমানের মাসকাটে শুরু হওয়া ৮ দেশের প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা ৪-০ গোলে হারিয়েছে হংকং চায়নাকে।

প্রথমার্ধে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশ গোল করে এগিয়ে যায় ম্যাচের দ্বিতীয় মিনিটেই। মো. আলীর গোলের পর ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাসান।

২১ মিনিটে আমিরুল ইসলাম গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশের শেষ গোলটি করেছেন মো. আলী ৫৭ মিনিটে। ম্যাচে এটি তার দ্বিতীয় গোল।

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।