স্বাধীনতা দিবস ক্যারম শুরু

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১৮ মার্চ ২০২৩

মহান স্বাধীনতা দিবসের মাসে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে চার দিনব্যাপী স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্ট । শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের ক্যারম হলরুমে টুর্নামেন্ট উদ্বোধন করেছেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন হেলাল।

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বলেন, ‘স্বাধীনতার মাসে মহান শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। তাদের জন্যই পেয়েছি আমরা এ স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীনতার মাসে একজন বীর মুক্তিযোদ্ধাকে দিয়ে এই টুর্নামেন্ট উদ্বোধন করতে পেরে আমরা গর্বিত। ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে অনেক খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন এ টুর্নামেন্টে।'

সাধারণ সম্পাদক আরো যোগ করেন, ‘শেখ হাসিনার সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। সভাপতি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দিক নির্দেশনায় আমরা কাজ করে চলেছি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির যোগ্য নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে এই প্রত্যাশা করি।'

জাতীয় দলের খেলোয়াড়সহ ৭০ জন (পুরুষ ও মহিলা) প্রতিযোগির অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য জাফরুল ইসলাম বাবুল, আম্পায়ার, জাতীয় দলের খেলোয়াড়সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।