মাইজদীতে গুলিবিদ্ধ আরেক ছাত্রলীগ নেতার মৃত্যু


প্রকাশিত: ০৬:০০ এএম, ২৩ মার্চ ২০১৬

আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালীর মাইজদী পুরাতন কলেজের কাছে ছাত্রলীগের দু`গ্রুপের সংঘর্ষে ইয়াছিন (২১) নামে আরেক ছাত্রলীগ নেতা মারা গেছে। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে।

এলাকাবাসী জানায়, মাইজদী পুরাতন কলেজ এলাকার সঙ্গে মাইজদী বাজার সংলগ্ন হাজী বাড়ির আশপাশের এলাকার ছাত্রলীগের কর্মীদের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে রাত ৮টার দিকে তাদের মধ্যে আবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রাজিব মারা যায়। এ সময় ওয়াসিম এবং ইয়াছিন গুলিবিদ্ধ হয়। মঙ্গলবার ভোরে ওয়াসিম এবং রাতে ইয়াসিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জাগো নিউজকে জানান, মঙ্গলবার রাতে নিহত ছাত্রলীগ কর্মী ফজলে রাব্বী রাজীবের মা কামরুন্নাহার ছবি বাদী হয়ে এজাহারনামীয় ৮জনসহ অজ্ঞাত আরও ৭-৮জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

মিজানুর রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।