দ্বিতীয় টেস্টে নেতৃত্বে ধোনি


প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৬ ডিসেম্বর ২০১৪

ইনজুরির জন্য প্রথম টেস্টে খেলতে পারেননি ভারতের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দ্বিতীয় টেস্টের আগে সুস্থ হযে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। তাই দ্বিতীয় টেস্টে বিরাট কোহলি নয়, দলকে নেতৃত্ব দেবেন ধোনি।

সিরিজের প্রথম টেস্টে ভারত ৪৮ রানে হারলেও দারুণ খেলেছেন কোহলি। টানা ২টি সেঞ্চুরি করেছেন তিনি। কোহলির প্রশংসা করে ধোনি বলেছেন, ‘কোহলি শুধু একজন ভাল অধিনায়কই নয়, অসাধারণ একজন খেলোয়াড়।’

ব্রিসবেন টেস্টে ধোনির নেতৃত্বে খেলবে সফরকারী ভারত। ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠায় তাকে দলে অন্তর্ভুক্ত করেছে নির্বাচকরা। যদিও দেশের বাইরে টেস্টে জয়ের রেকর্ড খুব ভাল নয় ধোনির। বিদেশের মাটিতে ভারতকে ২৮টি টেস্টে নেতৃত্ব দিয়ে মাত্র ৬টিতে জয় পেয়েছেন তিনি।

এদিকে নেতৃত্বে পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়ারও। হ্যামস্ট্রিং ইনজুরির জন্য মাঠের বাইরে চলে গেছেন নিয়মতি অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার বদলে বুধবার দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়কত্ব করবেন স্টিভেন স্মিথ। আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ব্রাড হ্যাডিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।