নিউমোনিয়ায় আক্রান্ত মোহাম্মদ আলি
বেশ কিছু দিন ধরেই আসুস্থ বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী। পার্কিনসন্সসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছেন অনেক দিন ধরে। কিছুদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেলেও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই মুষ্টিযোদ্ধা।
ডেইলি টেলিগ্রাফের খবরে জানা গেছে, তাঁর নিউমোনিয়ার ধরন খুব মারাত্মক নয়। তবে তাঁকে কিছুদিন হাসপাতালেই কাটাতে হবে। তাঁকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে,সেই তথ্য অবশ্য তাঁর পারিবারিক সূত্র প্রকাশ করেনি।
৭২ বছর বয়সী এই বক্সিং-কিংবদন্তি তাঁর খেলোয়াড়ি জীবনে ৬১টি পেশাদার লড়াইয়ে অংশ নিয়ে ৫৬টিতেই জয়ের স্বাদ নিয়েছেন। ১৯৬০ সালে মাত্র ১৮ বছর বয়সেরোম অলিম্পিকের বক্সিং ইভেন্টে সোনার পদক জিতেছিলেন পরবর্তী সময়ে ইসলাম ধর্মে দীক্ষিত এই মার্কিন বক্সার।