চট্টগ্রাম বন্দরে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার


প্রকাশিত: ০৫:১৫ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৪

চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে একটি ট্রলার থেকে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নৌবাহিনী। সোমবার ভোরে এ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।

সোমবার সকালে নৌবাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে একটি ট্রলার প্রবেশ করে। ট্রলারটির গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌবাহিনীর সদস্যরা সেটিকে ধাওয়া করে। এক পর্যায়ে ট্রলারটি রেখে পালিয়ে যায় সেটি থাকা লোকজন।

পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।