চাঁদপুরে বজ্রপাতে জেলে নিহত


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৫ জুলাই ২০১৫

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া হরিণাঘাট এলাকায় বজ্রপাতে বিল্লাল ঢালী (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল গোবিন্দিয়া গ্রামের মৃত সিরাজ ঢালীর ছেলে।

গোবিন্দিয়া গ্রামের মিজান শেখের ছেলে মনির শেখ জাগো নিউজকে জানান, বিল্লাল নদীর পাড়ে একটি গাছের নিচে জাল মেরামতের কাজ করছিলো। হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক (আরএমও) বেলায়েত হোসেন জাগো নিউজকে বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, নিহত বিল্লাল ঢালী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার পিতার অবর্তমানে মা ও পাঁচ বোনের সংসার তার রোজগারই চলতো। তার আকস্মিক মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে আসে।

ইকরাম চৌধুরী/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।