তৃতীয় ম্যাচে ভেঙে পড়বে না ইংল্যান্ড : ব্রড
লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ৪০৫ রানের বড় পরাজয় হলেও বুধবার এজবাস্টনে শুরু হওয়া তৃতীয় টেস্টে ইংল্যান্ড মোটেই ভেঙে পড়বে না বলে মন্তব্য করেছেন দলটির ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড।
তিনি বলেন, লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ৪০৫ রানের পরাজয় একটা ধাক্কা। তবে বুধবার এজবাস্টনে শুরু হওয়া তৃতীয় টেস্টে তার দল মোটেই ভেঙে পড়বে না।
বলতে গেলে একদম সঠিক পারফরমেন্স দেখিয়ে কার্ডিফের প্রথম টেস্টে ১৬৯ রানে জিতে নেয় ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়া পুরোদমে ঘরে দাঁড়িয়ে লর্ডস টেস্টে জিতে সিরিজে সমতা আনে।
টেলিগ্রাফ পত্রিকাকে ব্রড বলেন, ‘অ্যাশেজ সিরিজে মানসিক ও শারীরিকভাবে সতেজ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।’
‘লর্ডসে যা ঘটেছে সে বিষয়ে এজবাস্টনে এখনো ভীত না থাকাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের খারাপ পারফরন্সে ছিল সেটা আমাদের বুঝতে হবে, তবে এটা নতুন সপ্তাহ।’
লর্ডসে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল জনসন ৮০ রানে ৬ উইকেট শিকার করেছেন। তবে ২৯ বছর বয়সী ব্রডের ধারণা এভাবে আউট হওয়াটা ইংল্যান্ডের বড় ভুল ছিল।
তিনি বলেন, ‘বিশেষ করে প্রথম ইনিংসে আমরা ভাল বলে ১০ উইকেট হারাইনি।’
‘আমরা তাদেরকে ১০ উইকেট বিলিয়ে দিয়েছি এবং একটি টেস্ট ম্যাচে প্রতিপক্ষের উইকেট শিকার করতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।’
এজবাস্টনে ইংল্যান্ড দলে মাত্র একটি পরিবর্তন এসেছে। গ্যারি ব্যালেন্সের পরিবর্তে ইয়র্কশায়ার সতীর্থ জনি বেয়ারস্টোকে দলে ডেকেছে ইংল্যান্ড।
ব্যাটিং অর্ডারে ইয়ান বেলকে উপড়ে উঠিয়ে এনে তিন নম্বরে এবং জো রুট চার নম্বরে ব্যাট করেছেন। আর বেয়ারস্টোকে পাঁচ নম্বরে ব্যাটিং করানো হবে।
ব্রড বলেন, ‘আমি মনে করছি এজবাস্টনে আপনারা ইংল্যান্ড দলের অনেক ভাল ব্যাটিং দেখবেন। লর্ডস থেকে এ ম্যাচের ব্যাটিংয়ে বড় ধরনের পরিবর্তন আসবে।
এজবাস্টনে তৃতীয় ও নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজের চতুর্থ টেস্টের খেলা ইংল্যান্ডের নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন ব্রড।
তিনি বলেন, ‘আমাদের ভুলা উচিত নয় যে, এজবাস্টন এবং ট্রেন্ট ব্রিজ ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য দু’টি চমৎকার গ্রাউন্ড।’
‘আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস থাকতে হবে। এজবাস্টনে আমাদের সর্ব শেষ ম্যাচে (ভারতের বিপক্ষে ২০১১ সালে) এলিস্টার কুক ২৯৪ রান করেছিলেন এবং আমরা ইনিংস ব্যবধানে ম্যাচ জিতেছিলাম।
একে/আরআইপি